রিয়াদ চৌধুরীঃ
আজ মোরা কেনো
নস্টালজিকের তরে নতকরি মোর মাথা
আজ কেনো মোরা ভালোবেসে
হই কেনো! এতো অবহেলা।
ভালোবাসা নাকি যায়নাকো কেনা
তবু লোকে কেনো তারে হাটে তোলে!
এখন নাকি ভালোবাসা বেঁচে
রত্তি রত্তি আর তোলাতে।
পড়ে আছে কতো ভালোবাসা আজ
ডাস্টবিনে অনাদরে
তবে কেনো তারা নস্টালজিকে আজ
ভালোবাসা নাম দেয় কেমন করে?
তোমরা যারে ভালোবাসা বলো
আমি বলি আজ তারে পাপ
পাপের বোঝা বাড়িতে বাড়িতে
হয়ে গেছে ছয়লাপ।
হা!হা! মানে বোঝ তুমি ভালোবাসা কি?
সে নস্টালজিক নয়
আত্মার সাথে আত্মার মিল হলেই;
ভালোবাসা তবে হয়।
ভালোবাসা সে তো স্বর্গের জিনিষ
নস্টালজিক কিছু নয়
যেখানে ভোগের আসিবে কথা বুঝিবে
সে ভালোবাসা কভু নয়।
720 Views