রিয়াদ হোসেনঃ
আমি একটা প্রেমের উৎসব করতে চাই
যেখানে থাকবে বিশ্বের সব বড়বড় প্রেমিক। যারা তাদের প্রেমের কথাগুলো সবাইকে শুনিয়ে প্রেম ভালবাসা জাগ্রত করবে মানুষের মনে।
আমি একটা প্রেমের উৎসব করতে চাই যেখানে একত্রিত হবে সব মন মরে যাওয়া প্রেমিকের দল যারা তাদের প্রেমের কথা ভালোবাসার কথা কখনো মুখ ফুটে কাউকে বলতে পারেনি।
আমি একটা প্রেমের উৎসব করতে চাই! যে উৎসবের প্রধান অতিথি হবে কোন এক বছ সত্তর এর বৃদ্ধ যোয়ান। যার শুধু বয়সটাই বেড়ে গেছে কিন্তু মনে আছে সেই প্রেমিকার প্রথম প্রেম নিবেদনের মতো প্রেম। যিনি আমাদের তার প্রেমের গল্প শোনাবেন আর তার চোখ থেকে একফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে তার ভালোবাসার কথা বলতে গিয়ে।
আমি একটা প্রেমের উৎসব করতে চাই যে উৎসবে সব প্রাক্তন গুলো এসে তাদের ভালোবাসার কথা বলবে আর তার সাথে এ কথাও বলবে তার প্রথম প্রেমের মতো ভালো সে কোনদিন থাকতে পারবেনা।
আমি একবার সেই প্রেমিকদের একত্রিত করতে চাই যারা তাদের আত্মাকে খুন করেছে অবলিলায়। কিন্তু কাউকে কিছুই বলতে পারেনি। আমি সেই প্রেমিকদের উৎসব করতে চাই যারা যারা ভালোবেসেছিলো তার প্রিয় মানুষটাকে অন্ধের মতো কিন্তু শেষ পর্যন্ত সে অন্ধত্বই জিতে গেছে আলোর কিরণের কাছে।
আমি সেই প্রেমিকদের নিয়ে উৎসব করতে চাই যাদের জীবনে কিছু নেই শুধু রয়েছে বৃদ্ধ হয়ে যাওয়া শরীর আর মনে আজো শতবছর আগের সেই প্রেম। তারা গল্প বলে আর আমি শুধুই নিরব দর্শকের মতো শুনি আর ভাবি হয়তো এভাবেই গল্পগুলো একদিন হারিয়ে যাবে নিরবে ।