রিয়াদ হোসেনঃ
বলো কিছু কথা শুনি আজ তব
তোমার মনের ব্যাথা,
তোমার নাকি মন খারাপ আজি
নিশুতি সন্ধ্যাবেলা!
তুমি নাকি আজ সূর্যি দেখোনি
তাই করেছিলো মেঘ
তোমার চোখের জল গুলো নাকি
আজ! বৃষ্টি হয়েছিলো বেগ!
আজ নাকি তুমি রাতের আকাশে
তাকাওনি একবারো
তাই নাকি চাঁদ আঁধারে লুকিয়ে
বলে! সন্ধ্যা প্রদীপ জালো।
কষ্ট শোকে তারা গুলো আজ
জ্বলেনিকো মিটিমিটি
শোকের ছায়ায় বাতাস নাকি আজ
স্তব্ধ হয়েছে শেষে!
মৃদু মৃদু সুরে বহিছে যে নদী
তোমারি চরণো দিকে
তার সুর শুনে হেসেছিলে তুমি
বাতাস বলিছে কানে।
তোমার মনের কথা তুমি যদি
বলিতে না চাও মোরে
বলে তোমার সব কথা সমুদ্র বাতাস
তোমার বলার অগোচরে।
878 Views