রিয়াদ চৌধুরীঃ
সত্যের চোখে পট্টি বাঁধিয়া
ঘুরিতেছ দারে দারে
বলিতেছো আজ ভুবনটা যেনো
গেলো বুঝি রসাতলে।
মিথ্যের বাণী অতিবো দারুণ
শুনিতে কি মধুর!
সত্যের বাণী সেতো চিরতার মতো
তিক্তের পরাসুর।
সত্য অতিবো জীবনের মতো
বাস্তব মুখি হয়
মিথ্যে সেতো হোটেলের খাবার
মুখে স্বাদ কিছুক্ষন রয়।
মানুষের চোখে মিথ্যে গুলো আজ
করিতেছে চকচক
সত্যের বাণী কয়লা করিয়া
পুড়ায়ে করিছে সাফ।
হঠাৎ কিন্তু কয়লা হইতে
আগুনের শিখা গুলো
পুড়ে ফেলে দেবে চকচক তর
স্বর্ণের ন্যায় অলঙ্কারো।
তখন বুঝিবে কয়লা শক্তি
সবার উচ্চে রয়
সত্য সত্তা বিকৃত কভু হয়নাকো আজ
দিন শেষে সেতো সবার উচ্চে রয়।
723 Views