রিয়াদ চৌধুরীঃ
আমার আকাশে রৌদ্র ঝলমল
তোমার এখনো কি রয়েছে ভাবনারা এলোমেলো!
বৃষ্টি শেষে সাদা তুলোর বেশে
আমি যেতে কি পেরেছি তোমার অন্ত দেশে..
আমি আমার গানের সুরেতে
তোমায় বাধতে আর কি পারি!
তুমি তো তার অনেক আগেই
বেধে নিয়েছ মনের সাথে আড়ি..
আমার আকাশে রৌদ্র ঝলমল
তোমার মন কি এখনো বিষাদে টলমল!
রাত্রি শেষে দিনের আগমনে
তুমি ভুলতে পেরেছো কি সখি
আমার দোষ ত্রুটি!
নাকি এখনো গোমড়ো মুখে
অন্তকারে দোষ গুলো সব উল্টে পাল্টে দেখো!
তুমি দেখোনি শুধু
ভুলের আড়ালে সঠিক কারণ গুলো।
আমার আকাশে মেঘ শেষে আজ
রৌদ্র করে খেলা
নিজের দোষ গুলো তাই দেখছি এ বেলা।
যদি আর কটা দিন আগেই আমি বুঝতে পারতাম তোমায়
তবে এমন ভাবে একলা হয়ে এক আকাশে
তুলোর বেশে তোমায় খুঁজতে হতো না বলো!
আমার আকাশ জুড়ে রৌদ্র ঝলমলে…।।
854 Views