রিয়াদ চৌধুরীঃ
আঁধারে আলাপ জমে
চেনা মুখ রাত!
সকালেতে সেই নতুন
চেনা দুঃখের প্রভাত।
করানেড়ে বলে আহা! তুমি?
এসো মোর ঘরে
উঠানেতে বসো আজ ছেড়া
মাদুর খানি পেতে!
সুখ সেতো চলে গেছে
তোমার ঠিকানা দিয়ে
দড়জায় দাঁড়িয়ে আছি
তোমার নিমন্ত্রণে।
কতো কথা রয়ে গেছে
কতদিন হলো
চলে গেছে ঠিকানাটায়
পড়ে আছে ধুলো।
চেনা মুখ রাস্তায়
দেখি আমি যবে
ভাবি আমি এই বুঝি
ঠিকানাটা মেলে।
অবশেষে নিঃশ্বাস
হয় মোর ভারী
প্রভাতেই তোমার দেখা
এতেই আমি খুশি ।
768 Views