রিয়াদ চৌধুরীঃ
দেখলে তুমি দরজা খুলিয়া
প্রিয় দাঁড়িয়ে রয়েছে পাশে
বলো তুমি কি করিবে তখন
প্রিয়তমর খাতিরে!
হয়তো বলিবে ভেতরে এসো
বসো, মোর ভাঙা কুটিরে
কফি নয়, তুমি চা খাবে কি?
আমার ভাঙা ঘরেতে বসে!
ধরো যদি সে বলিতে আসে
বাসিনা ভালো তোমায়!
তখন কি তুমি ভেতরে যেতে
বলিবে নিজ-ইচ্ছায়?
তখন তুমি এমন করে করিবে যত্নতার
ছেড়ে গেলে সেই ঘর যেনো চোখে
ভেসে ওঠে বারে বার।।
বুঝিয়ে দেবে কম ছিলোনা
তোমার সে ভালবাসা
প্রিয়র জন্য জীবনটা ছিলো
ছিলো সব কিছু তাকেই ভালরাখা ।
917 Views