পাখি

রিয়াদ চৌধুরীঃ

কাঁক হচ্ছে একমাত্র পাখি, যে
ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর
মেরে তাকে বিরক্ত করতে পারে!
যে সাহস অন্য কোন পাখির নেই।

মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু
কাঁকের সাথে লড়াই করেনা বা
তাকে মেরে ফেলতে যেয়ে তার
সময় ও শক্তির অপচয় করে না।

ঈগল যেটা করে সেটা হচ্ছে
সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে! অতি
উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে
এবং ঈগলের প্রচন্ড গতির কারনে,
কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না

পেরে ঈগলের ঘাড় থেকে দ্রুত
খসে পড়ে যায়।
ঠিক তেমনি ভাবে আপনার জীবন
চলার পথে কাছের মানুষ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক মানুষ, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার

জীবনকে ব্যহত করবে।
এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং
শ্রম অপচয় করার কোন দরকার নেই।
আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও

বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকরুপী মানুষেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে
পড়ে যাবে।

745 Views
Share this Post :
Jahid Farahan
Jahid Farahan

Life style travel filmmaker.

Articles: 343
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments