মা অংক বোঝেনা

মা অংক বোঝেনা,
১ টা রুটি চাইলে ২ টা নিয়ে আসে।
কাজে যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয় ।

মা ইংরেজিও বুঝেনা,
I hate u বললে উল্টো না বুঝে I love u বলে।

মা মিথ্যেবাদী,
না খেয়ে বলে খেয়েছি। পেটে ক্ষুধা থাকা সত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,
সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,
বন্ধুদের সাথে পিকনিকে যাবো বলে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,
মা কতবার বলি আমার জিনিসে যেনো হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজহাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,
আমি কথা না বললে জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,
আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো কম কেন? এ বলে প্লেট টা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মাচোখে যেনো কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,
নিজের কোমরের ব্যাথা, পিঠের ব্যাথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলেনা। অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেনো উলটপালট হয়ে যায় ।

মা আনস্মার্ট,
সজীবের মা মতো করে মা দামী দামী শাড়ি পরেনা কাদে ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় প্রিমিটিভ হয়ে জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,
নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব স্যাক্রিফাইজ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ । তাই আমরা সন্তানেরা তাদের এতো কষ্ট দেই । তবুও তারা পরিবর্তন হয়না । প্রতিদিন এসব আচরণগুলো বারবার রিপিট করে ।

একটু বড় হয়ে গেলেই আমরা তাদের ঝারির উপর রাখি । তবুও তারা বোকার মতো প্রার্থনায় বসে আমাদের জন্য দোয়া করে।

সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে ‘ মা ‘ ডাক শুনতে চাই। আমরা কতো নির্বোধ তাই না ?

মা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ডাক যার কোন তুলনা হয় না, আসলে মা কি জিনিস সেটা সেই বুঝে যার কাছে মা নেই,

আসুন আমরা মা থাকতে মায়ের মর্যাদা দিতে শিখি । মাকে ভালোবাসি এবং ঠিক সেইভাবে রাখি, যে ভাবে আমাদেরকে সেই ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করে তুলেছেন ।

2,254 Views
Share this Post :
Jahid Farahan
Jahid Farahan

Life style travel filmmaker.

Articles: 332
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments