Stop Tiktok Stop Craziness – টিকটক বন্দ করো

লেখকঃ জাহিদুর ইসলাম সেড

  • যেসব চেহারা আমাদের নিজেদের আংগুলও ঠিকমত জানে না, সে সব চেহারাগুলো লোকজন ঘরে বসে বসে দুই তিনটা আঙুলের খোচায় জানার চেষ্টা করে – তবে শেষমেস আমি কেনই-বা এটা করলাম ??

রাব্বি ; ফোনেঃ সৈকতরে বলে দিস আর ঠিক সমযে ওই জায়গায় চলে আসিস, আমি সাব্বিরে ডিসএপয়েন করতে চাই না,

• রাব্বিঃ তুই কি শিওর তুই এটাকে করতে পারবি
• সাব্বিরঃ Yes!! আমি তোর হ্যাল্প চাই
• এত সহজ না একটা অ্যাপসকে হ্যাক করা! জানছ
• হ্যা কিন্তু এটা অসম্ভব ও না
• আর কি এমন হইছে যেটার কারনে তোর টিকটককে হ্যাক করতে হবে
• আমি এটাকে stop করতে চাই
• তুই জানোস সেটার ফল কি হতে পারে
• yaa!! i know
• তাইলে তারপরও কেন!?
• আমি আমার দেশকে বাঁচাতে চাই
• দেশকে বাচাবি, আরে এই ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে তুই এতো সিরয়াস হচ্ছিস কেন, আর এটা একটা ফান অ্যাপস জাস্ট তুই তো সেটা জানিস — না!!
• ফান আ্যাপস (হা) এই ফান অ্যাপস আমার ভাইয়ের জীবন নিয়েছে!
• What?!
• তিন দিন আগে আমার ভাই মারা গেছে
• কিন্তু সে তো বিদেশে থাকে
• হুম!! সে টিকটক ষ্টার হতে চায়েছিল, সারাদিন টিকটকের নিয়ে ব্যাস্ত থাকত, এদিক সেদিক ঘুরতো, কোন কাজ করতো না, আট মাস হয় বাড়িতে কোন টাকাও পাঠায় নাই, আমি কতবার বলছি আমার সাথে ব্যবসা কর, শোনেনি চলে গেছে বিদেশে, মা বলছিল ও বিদেশে ভালো থাকবে ওরে ওর মতো থাকতে দে,……!!! he is crazy!!
আর তুই জানিস ও এটা কেন করছে……!
৮মাসে ওর শুধু ১২০টা ফলোয়ার ছিল, চুল বড় বড় করে স্টার হইতে চাইছিল,
আর মজার ব্যাপার হলো ওর অশিক্ষিত ক্ষেত বন্দুরা ৫০০ফলোয়ার আর ৫০টা লাইক নিয়া নিজেকে সেলিব্রেটি ভাবতো, কিন্তু ওতো শিক্ষিত ছিল সেটা ভাবতে পারে নাই, তার জন্যই এই পরিনতি….
আমি কোন সিমপতি চাই না, আমি তোর হেল্প চাই রাব্বি!!
• তো কি করতে চাস তুই
• আমি মানুষদের বোঝাতে চাই যে, আমাদের জীবন সোসাল মিডিয়ার থেকে অনে বড়, এই ফলোয়ার্স কোন কাজের না, যাতে রিয়েল লাইফে তোমার খবর নেওয়ার মতো কেউ নাই,, আর এটা শুধু রাহুলের জন্য না, এমন এমন বিডিও আছে যা আমি দেখে ও না দেখার ভান করে বসে থাকতে পারব না, সবার আবেগের কারনে এমন কিছু আছে যা হারিয়ে গেছে, আমি তা মানুষকে জানাতে চাই,
• so whats the plan,,,
(সাব্বির চলে যাচ্ছে,,,…..)
• রাব্বিঃ তুই জান সাব্বির আজ সকল মানুষ নরমাল লাইফে একজন ইন্টারটেইনার, ইউটিউবাররা যেখানে, ১মাসে ২থেকে ৩ টা ভিডিও আপলোড করে অনেক কষ্টের পরে তাদের, স্কৃপটিং, ডিএসএল আর ক্যামেরা, গ্যামবাল, ড্রোন, একটার, এডিটিং আরো কত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, আর সেখানে টিকটকার একটা ফোন হতে নিয়া রোডের চিপায় চাপায় দাড়ায়া, অন্যের ভিডিও রিয়েক্ট, এই দেখেন কাকে নিয়ে এসেছি বলে,,, ১ দিনে ২০টার ও বেশী ভিডিও আপলোড করে ফেলে, যত বেশি ভিডিও ওতো বেশি ফলোয়ার্স, আর ওদের ফ্যান্স জ্বেলাসি করে একজন পচানো, ধমকি, বাজে মন্তব্য মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়, কে এটার রেসপনসিবল হবে,, আর এই কম্পিটিশান অনেক দ্রুত বাড়তেছে, কোন রিজেন ছাড়াই
• এই কম্পিটিশান এবার বন্দ হবে,, এটা সত্যিকারে একজন অন্য জনের শত্রু হওয়া শুরু হইছে,,
(পর দিন)
• রাব্বি কম্পিউটারের সামনে বসে আছে একটু পর কল করলো
• সাব্বির বাইয়ের ছবির দিকে তাকিয়ে (কল রিসিভ করে)
• রাব্বিঃ হ্যা সাব্বির, এটা কিন্তু স্কিপ করা সম্ভব হবে না, বড় কিছু,হতে পারে,, আমাদের কোন প্রক্সি নেই আইডেন্টিটি লুকানোর জন্য, বাট ৯য় মিনিটের জন্য ওদের ১২টা বাজবে,, শুধু ৯ মিনিট, আর ৯ মিনিট ই শুধু আমাদের ভিডিও চলবে টিকটকে, তুই জানস, সামনে কি হতে পারে রাইট,
• হুম আমি জানি, প্রবলেম নেই, আমি রেডি এটা ফেস করার জন্য
• Play — go……!!!

  • যেসব চেহারা আমাদের নিজেদের আংগুলও ঠিকমত জানে না, সে সব চেহারাগুলো লোকজন ঘরে বসে বসে দুই তিনটা আঙুলের খোচায় জানার চেষ্টা করে – লাইক করে, ফলো করে, আর যখন এক চেহারার আমদ ফুরিয়ে যায়, তাখন আবার অন্য কোন নতুন চেহারার সন্ধানে ফোনকে স্কল ডাউন করতে থাকে,….
    কিন্তু আমরা কি জানি, তার সাথে সাথে আমাদের মূল্যবান কয়েকটা ভবিষ্যৎ ও স্কল ডাউন হযে যায়, কারন আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ আর বাস্তব স্বপ্নকে কিছু, তুচ্ছ লাইক আর ফলোয়ারের সাথে গুলিয়ে ফেলেছি, দোষটা কার, এই টিকটকের মতো অ্যাপস বানানো কোন কম্পানির নাকি এর সাথে জুড়ে থাকা আমাদের আশা-আর -ভরসার আর স্বপ্নের,
    সত্যিই কি, এসব অ্যাপস নির্ধারন করবে, আপনি কতক্ষন …
    সুস্থ সবল একজন মানুষ নিজের হাত, পা, মুখ, গুলোকে বাঁকা করে লেংড়া লুলার মতো নাঁচতে থাকে, এটা দেখে তার মতোই আর একজন নাইস কলিজা, অছাম কলিজা লিখে কমেন্টস করে, আসলে এই কলিজাটা কে, যে কলিজার “ক” ও ঠিকমতো উচ্চারণ করতে পারে না মুখে আটকে যায় তারপরও ভুলভাল উচ্চারণ করে দেশকে, দেশের সংস্কৃতিকে, দশের মানুষকে নিচু বানায়, আর এক দল লোক “এই দেখেন কাকে নিয়ে এসেছি” বলে যেকোনো কারো ভিডিওতে যেকোনো কিছু বলতেও দ্বিধাবোধ করে না !!

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=Vj7VlK2vCfk&t=60s”]

1,050 Views
Share this Post :
Jahid Farahan
Jahid Farahan

Life style travel filmmaker.

Articles: 330
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments