রিয়াদ চৌধুরীঃ
শুধুই আমি প্রতি রাতে বসে
ঘুমহীন দুটি চোখে
চেয়ে থাকি শুধু তোর পথচেয়ে
মধুরো লগনো ভেবে।
চেয়ে থাকি আমি আকাশের পানে
প্রশ্ন শতো মোর মনে
সত্যি কি তুই চলে গিয়েছিস
অন্যের হাত ধরে?
রাত গুলো মোরে ভীষণ পোড়ায়
ভীষণ কাঁদায় দিন
হাসি মুখ নিয়ে ঘুরি ফিরি শুধু
শোধ হয়না নিজের ক্ষতের ঋণ।
ভেতরটা পুড়ে ছাই হয়ে গেছে
ক্ষতবিক্ষত দেহো
ওপরেতে শুধু প্রলেপ লাগানো
জীবনের এক মোহ।
বুঝবি সেদিন থাকিবোনা আমি
অধিকার পাবিনে মোরে দেখার
কাঁদিস নে যেনো সেই মহাক্ষণে
কষ্ট হবে মোর আত্মার।
যেখানে থাকিস সুখেতে থাকিস
দুঃখের সীমানা ভেঙে
আমি তো শুধু স্মৃতি গুলো দেখে
মোহ মোর যেনো আজ কাটে ।
935 Views