রিয়াদ চৌধুরীঃ
এসেছিলে সেই বিকালে
দেখেছিলাম আমি তোমারে –
দেখে আমি হয়েছি মুগ্ধ –
তাই দিয়েছিলাম সেই প্রেমের পত্র ।
টানা টানা তোমার সেই দুইটি আঁখি
মায়া ভরা হাসি
কালো লম্বা তোমার চুল
তা দেখে আমার মন হয়েছিল বেকুল।
করতে চেয়েছি তোমাকে আমার
তুমি হয়ে গেছো অন্যকার
মিস করি তোমাকে বারে বার
তুমি কি মিস করো আমাকে একটি বার ।
মনে পড়ে এক সাথে সেই স্কুল থেকে আসা
মনে পড়ে সেই বিকালে দেখা করতে যাওয়া ।
মনে পড়ে কি আমাদের সেই বিকালের শেষ কথা
যেদিন কেঁদেছিলে তুমি
কেঁদেছিলাম আমি
আরো কেঁদেছিল আকাশের ঐ মেঘ ।
মনে পড়ে কি এক সাথে বহু দূর হেটে চলা রাস্তা?
মনে পড়ে কি আমাদের সেই সম্পর্কে কথা?
এসেছিলে সেই বিকালে
সেই বিকালেই ফিরে গেলে?
আসনি আর কোনো দিন
হয়নি কথা আর
ভাল থেকো তুমি প্রিয়
ভাল রেখো তোমার পরিবার ।
730 Views