ভালোবেসে আমরা অনেক কিছু ত্যাগ করি

মানুষ যখন কাউকে তীব্রভাবে ভালোবাসতে শুরু করে তখন সে তার প্রিয় মানুষটাকে নিয়ে এতটাই মগ্ন থাকে যে, সে তার নিজের অস্তিত্বটার কথাই ভুলে যায় !!

যে মানুষটা একটা সময় প্রচন্ড রাগি ছিলো, সে যা বলতো সেটাই হতো, সেই মানুষটাই প্রিয় মানুষটার রাগ ভাঙাতে ভাঙাতে ভুলে যায় সেও একজন রাগি মানুষ..

একটুতেই যে মানুষটা এক আকাশ অভিমান করতো, সে এখন অপর মানুষটার অভিমান বুঝতে বুঝতে নিজের অভিমান করার সময়ই পায় না !!

একটুতেই যে মানুষটা এটা-ওটা কিনে দেয়ার জন্য বায়না ধরতো, অথচ অপর মানুষটা যখন তার এসবের মূল্য বুঝতো না কিংবা বুঝার চেষ্টাও করতো না,

তখন সেই মানুষটা বায়না ধরতে ভুলে যায়… চোখের সামনে দিয়ে তার পছন্দের কিছু চলে গেলেও মানুষটা আর ফিরে তাকায় না… কারণ সে বুঝে গিয়েছে তাকে বুঝার কেউ নাই !!

সামান্য একটু আঘাত পেলে যার চোখ ভিজে যেতো, একটু অবহেলা পেলে কিংবা ইগনোর হলে যে মানুষটা রাগারাগি করতো, সেই মানুষটাও এখন আর রাগারাগি করে না বরং চুপ করে সবটা সহ্য করে যায়..

তীব্র আঘাত পেলেও এখন আর তার চোখে পানি আসে না… মানুষটা চায় আঘাত, অবহেলা কিংবা ইগনোর দিয়ে হলেও মানুষটা জীবনে থাকুক !!

যে মানুষটা কখনো কারো কাছে মাথা নতো পর্যন্ত করেনি কিংবা কারো কাছে ছোট হয়নি, সেই মানুষটাই প্রিয় মানুষটার কাছে মাথা নতো করে কিংবা ছোট হয় শুধুমাত্র সম্পর্কটা ধরে রাখার জন্য…

যে মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝতো না, সেও এখন নিঃস্বার্থ ভাবে কাউকে ভালোবেসে যায়… পাশে থাকতে চায় !!

জীবনে এমন কাউকে পেয়ে থাকলে তাকে হারিয়ে যেতে দিয়েন না… যে আপনার ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব’টাকে ভুলে যায় কিংবা আপনাকে নিয়ে মগ্ন থাকে,

তাকে হারিয়ে ফেললে আপনার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলবেন… মানুষটার অস্তিত্ব’টাকে ধরে রাখতে দিন… তাকে বদলে যেতে দিয়েন না !!

আজ কেউ আপনার জন্য যদি নিজেকে পরিবর্তন করে ফেলে, তাহলে কাল তার পরিবর্তনটাই আপনাকে বেশি কষ্ট দিবে… মানুষটাকে আর আগের মতো করে পাবেন না…

আপনি দেখবেন সবকিছুই ঠিক আছে, মানুষটাও আপনার সাথে আছে কিন্তু তার মাঝে আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন তাকে আর পাচ্ছেন না… কারণ আপনি অনেক আগেই তার অস্তিত্ব’টাকে কেড়ে নিয়েছেন ।

896 Views
Share this Post :
Jahid Farahan
Jahid Farahan

Life style travel filmmaker.

Articles: 332
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments