নতুন সূর্য হেঁসে

রিয়াদ চৌধুরীঃ

দিন শেষে আজ বড্ড কাতর
ব্যাথাতুর এই প্রাণ
চারিদিকে শুধু যায় যে শোনা
ধর্ষণেরি আহাজার।

পরিত্রাণ কি হবে কখনো
ঘুম কেনো আজ সবে
নতুন সকাল হবে যে কবে
যাগবে যেদিন প্রাণ নতুন কলরবে।

আকাশ বাতাস হচ্ছে ভারী
দীর্ঘশ্বাসের শব্দে
মনের ভেতর সবার যে ভয়
প্রকাশ হবার অব্দে।

একজোটে আজ রুখতে হবে
সব সমাচার শেষে
তবেই তো ভাই উঠবে ভোরে
নতুন সূর্য হেসে।

আকাশ বাতাস আবার হবে
আগের মতই সচ্ছ
উঠবে হেসে সবার যে প্রাণ
জীবন হবে শ্রেষ্ঠ।

1,571 Views
Jahid Farahan

Jahid Farahan

আমি ভুল করে কাঁদি ভুলে বাধি ঘর, আমার সমস্ত ভুলের ত, আমিই কারিগর

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments