লেবাননে লিগ্যাল রেসিডেন্সি বা বসবাসের অনুমতি কী?

লিগ্যাল রেসিডেন্সি কি?

লিগ্যাল রেসিডেন্সি এমন ধরনের ভিসা, যার মাধ্যমে লেবানন বা কোনো দেশে নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের অনুমতি দেওয়া হয়। কোনো বিদেশিকে লেবাননে থাকার জন্য বৈধ বসবাসের অনুমতি নিতে হয় এবং এটি নিয়মিত নবায়ন করতে হয়। বসবাসের অনুমতির জন্য কিছু নির্দিষ্ট শর্ত বা মানদণ্ড রয়েছে, যেমন নিয়োগকর্তা কর্তৃক স্পন্সরশিপ। কোনো দেশে থাকার মেয়াদ বাড়ানোর জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। তাছাড়া বসবাসের অনুমতি পেতে আপনাকে বৈধভাবে প্রবেশ করতেও হবে।

বসবাসের অনুমতি কেন গুরুত্বপূর্ণ?

আপনি যদি লেবাননে বৈধভাবে থাকেন কিন্তু বসবাসের অনুমতি না পান, কিংবা অবৈধভাবে (কর্তৃপক্ষের অজ্ঞাতে) প্রবেশ করে বসবাস করেন, তাহলে ধরাও হবে আপনি অবৈধভাবে লেবাননে আছেন। এমন অবস্থায় পরিণতি হতে পারে:

  • স্পন্সর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণত জেনারেল সিকিউরিটি বিভাগ দেশে পাঠিয়ে দেয়।
  • বিভিন্ন চেকপয়েন্টে আটক বা গ্রেফতার হতে পারে, চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে।
  • স্বাস্থ্যসেবা, শিক্ষা বা অন্যান্য সরকারি ও মানবিক সেবা পেতে বাধা পড়তে পারে।
  • লেবাননে বিবাহ নিবন্ধন করতে সমস্যা হতে পারে।
  • বৈধভাবে কাজ করতে সংকট তৈরি হবে।
  • লেবানন থেকে বের হয়ে গেলে পুনরায় প্রবেশ করতে সমস্যা হবে।
  • অশান্তি, নির্যাতন বা নিপীড়নের ঝুঁকি বাড়ে এবং আপনার অধিকার সুরক্ষার ক্ষমতা কমে যায়।

গৃহকর্মীদের লেবাননে প্রবেশের প্রক্রিয়া

স্পন্সরকে যে কাগজপত্র দিতে হবে:

  1. লেবাননের শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি।
  2. বিদেশি গৃহকর্মীদের লেবাননে প্রবেশের এন্ট্রি ভিসা।
  3. লেবাননে আসার দশ দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট।
  4. শ্রমিক লেবাননে আসার সর্বোচ্চ তিন মাসের মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট পেতে হবে।

লেবাননে কীভাবে বৈধভাবে থাকতে পারি?

  • বসবাসের অনুমতি শেষ হওয়ার তিন মাসের মধ্যে স্পন্সর জেনারেল সিকিউরিটি অফিস (জিএসও) এ গিয়ে পুনরায় অনুমতি নবায়ন করবেন।
  • স্পন্সর যদি এটি ভুলে যান বা অবহেলা করেন, কর্মী তাকে অবশ্যই মনে করিয়ে দেবেন।

সমস্যা সমাধান ও গ্রহণযোগ্য পদক্ষেপ

১. নতুন স্পন্সরের সুদৃষ্টি পেতে পুরনো স্পন্সর থেকে ছাড়পত্র আনতে হবে।

২. যদি পূর্বের অনুমতির মেয়াদ শেষ হয়ে থাকে, জেনারেল সিকিউরিটি (জিসিও) অফিস থেকে অস্থায়ী বসবাসের অনুমতি নিতে হবে এবং সকল ফি প্রদান করতে হবে।

৩. নতুন কর্মসংস্থানের চুক্তি যথাযথ হতে হবে এবং বিগত বছরের সকল বকেয়া ফি পরিশোধ করার সময় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে।

৪. এক বছর বসবাসের জন্য আবেদন জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ‘কর্মস্থল ত্যাগ করার’ অভিযোগ প্রশাসনিক সমনের মতো; সাধারণ নিরাপত্তা অফিসে মহাপরিচালকের আদেশে নিয়োগকর্তা বা জেনারেল সিকিউরিটির আঞ্চলিক কেন্দ্রে তার আইনী প্রতিনিধি এ ধরনের সমন জারি করতে পারে। অভিযোগ সেভাবেই প্রত্যাহার হবে। নোটারি পাবলিক বা অন্য নিয়োগকর্তার পক্ষে জেনারেল সিকিউরিটি অফিস স্পনসরশিপ প্রত্যাহার করতে পারে। তাদের নোটিশ ‘দায়িত্ব থেকে মুক্তি’ অভিযোগ থেকে মুক্তি দিতে পারে এবং বিদেশী গৃহকর্মীর বিরুদ্ধে করা প্রতিবেদনের ওপর এ সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ভর করবে।

ফৌজদারি অপরাধের অভিযোগে করণীয়

ফৌজদারি অপরাধের অভিযোগ আলাদা ভাবে মোকাবেলা করতে হবে। উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষই এ অভিযোগ মোকাবেলায় কার্যকর। অনুপস্থিতিতে আদেশ জারি হলে অভিযোগ থেকে প্রত্যাহারসহ একটি অবজেকশন বা আপত্তি জমা দিতে হবে।

স্পন্সর মারা গেলে করণীয়

  • স্পন্সর মারা গেলে তাঁর উত্তরাধিকারীদের একজনের নিকট থেকে নতুন স্পন্সরের জন্য স্বত্বত্যাগের ঘোষণা নিতে হবে।
  • যদি উত্তরাধিকারীরা রাজি না হন, নতুন স্পন্সরের কাছ থেকে স্বত্বত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জেনারেল সিকিউরিটি অফিসে (মহাপরিচালকের নিকট) আবেদন করতে হবে, যাতে অস্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র দেওয়া হয়।

পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয়

  • পাসপোর্টের মেয়াদ শেষ হলে লেবাননে বসবাসের অনুমতি নেওয়া সম্ভব নয়, এমনকি সাময়িক অনুমতিও দেয়া হবে না।
  • তাই বিদেশি গৃহকর্মীকে বসবাসের অনুমতি নবায়নের পূর্বে অবশ্যই নতুন পাসপোর্ট বানাতে হবে।
  • বসবাসের অনুমতি নবায়ন না করলে বছরের অবশিষ্ট সময়ের জন্য জরিমানা দিতে হতে পারে।

গোপনে প্রবেশ করলে স্পন্সর পাওয়ার সম্ভাবনা আছে কি?

  • গোপনে লেবাননে প্রবেশ করলে স্পন্সর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জেনারেল সিকিউরিটি সাধারণত দেশে পাঠিয়ে দেয়।

অবৈধভাবে প্রবেশ করলে কোনো সমাধান আছে কি?

  • কোনো আরব বা বিদেশি গোপনে লেবাননে প্রবেশ করলে এবং দেশটিতে বসবাস করতে চাইলে, সেটা বাস্তবে সম্ভব নয় এবং কোনো ছাড় দেওয়া হবে না।

লেবানন ত্যাগের ব্যবস্থাপনা

  • সংকট নিয়ে লেবানন ত্যাগের একটি ব্যবস্থা ছিল, যার মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ শেষ হয়েছে।
  • কোনো বিদেশি কর্মী গোপনে লেবাননে প্রবেশ করলে তাকে চলাচলের অনুরোধ কেবল রাজধানী বৈরুতের জেনারেল সিকিউরিটি অফিসে জমা দিতে হবে। সেখানে তিনি গোপনে থাকার ফি ও বার্ষিক আবাসিক ফি ছাড়াও সেবা ভাতা দিতে হবে। তার কাছে থাকা কাগজপত্র প্রত্যাহার করে নেওয়া হবে এবং দেশে ফেরার সময় তাকে বিমানবন্দরের সাধারণ নিরাপত্তা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য একটি রসিদ দেওয়া হবে।
  • যদি বিদেশি কর্মী বৈধভাবে আসে কিন্তু বসবাসের শর্ত ভঙ্গ করে, তবে শ্রম মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর বিমানবন্দরে তাকে বৈধ করা হবে। এরপর তাকে সেবা ভাতা ছাড়াও প্রয়োজনীয় নির্দিষ্ট বার্ষিক ফি দিতে হবে।

মেয়াদোত্তীর্ণ বসবাস করে লেবানন ছেড়ে গেলে কি ঘটে?

  • মেয়াদোত্তীর্ণ বসবাসকারীদের প্রশাসনিক শাস্তি হতে পারে, যার মধ্যে জরিমানা এবং সম্ভাব্য প্রবেশ নিষেধাজ্ঞা (সাধারণত ৫ বছর পর্যন্ত) অন্তর্ভুক্ত।
  • যদি কর্মী নিয়মিতকরণ ছাড়াই চলে যায় (নির্বাসন বা দূতাবাস-সহায়তায় প্রত্যাবাসন), এটি প্রায়শই স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ নিষেধাজ্ঞা বয়ে আনে, সাধারণত ৫ বছর পর্যন্ত।
  • কোনো দেশের দূতাবাস মাঝে মাঝে এই শাস্তি হ্রাস বা মওকুফ করার জন্য আলোচনা করতে পারে, কিন্তু এটি ধারাবাহিক নয়।

গ্রেপ্তার হলে পালানোর রিপোর্ট করার পরও স্পন্সরকে কি ফি দিতে হবে?

  • পালানোর রিপোর্ট করা পর্যন্ত স্পন্সরকে অবশ্যই আবাসিক ফি দিতে হবে এবং তাকে বিদেশি কর্মীর জন্য বিমানের টিকিট বুকিং দিতে হবে।
  • যদি টিকিট ও ফি দিতে অস্বীকার করেন, তাহলে তার নাম বিশেষভাবে চিহ্নিত করা হবে। পরে যদি তিনি গৃহকর্মীর জন্য আবেদন করেন, তখন তাকে আর অনুমতি দেওয়া হবে না।
  • তদন্তে যদি নতুন নিয়োগকর্তা পাওয়া যায়, তবে তাকে বাধ্যতামূলকভাবে বকেয়া ফি প্রদানের জন্য ডাকা হবে।

বিদেশি গৃহকর্মী যদি লেবাননের পুরুষকে বিয়ে করে

  • যে ক্ষেত্রে বিদেশি গৃহকর্মী লেবাননের কোনো পুরুষকে বিয়ে করে, তাকে বসবাসের সৌজন্য অনুমতি পেতে হলে জেনারেল সিকিউরিটি অফিস থেকে অনুমতি নিতে হবে।
  • অনুমতি দেওয়ার আগে জেনারেল সিকিউরিটি অফিস তদন্ত করবে।
  • স্পন্সরের মাধ্যমে নেওয়া বসবাসের অনুমতির মেয়াদ থাকলে সে অনুযায়ী বিবাহের সনদপত্র প্রদান করা হবে। এরপর স্পন্সরের স্বত্বত্যাগ ও স্বামীর নিকট হতে কাজ না করার অঙ্গীকার অন্তর্ভুক্ত করে সৌজন্য বসবাসের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।
  • বসবাসের অনুমতির মেয়াদ শেষ হলে বিবাহের ক্ষেত্রে সাময়িক বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। এরপর সৌজন্য বসবাসের আবেদনপত্র জমা দিতে হবে।

স্পন্সর স্থানান্তর করার প্রক্রিয়া

  • ‘স্পন্সর ট্রান্সফার রিকোয়েস্ট’ আবেদন করে স্পন্সর স্থানান্তর করা যায়। এ সঙ্গে প্রাথমিক স্পন্সরের স্বত্বত্যাগ ও নতুন স্পন্সরের প্রতিশ্রতির বিষয়টি যুক্ত করতে হবে।
  • জেনারেল সিকিউরিটি অফিসে ব্যবহার যোগ্য নোটারি পাবলিক করতে হবে। অথবা জেনারেল সিকিউরিটি অফিসে ‘স্পন্সরশিপ ট্রান্সফার ফরম’ প্রাথমিক ও নতুন দুই স্পন্সর ও কর্মীর উপস্থিতিতে পূরণ করতে হবে।

পালিয়ে যাওয়ার রিপোর্ট থাকলে এবং বিবাহ নিবন্ধনের প্রমাণ উপস্থিত করলে করণীয়

  • গৃহকর্মীর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার রিপোর্ট থাকলে সংশ্লিষ্ট আদালতে বিবাহ চুক্তির অনুলিপি জমা দিয়ে অস্থায়ী বসবাসের অনুমোদনের জন্য মহাপরিচালকের নিকট আবেদন করবে।
  • এই ক্ষেত্রে স্পন্সরকে স্বত্বত্যাগ করার জন্য ডাকা হলে তিনি যদি বিদেশী কর্মীর বিমান টিকিটের ফি দিতে অস্বীকার করেন, তাহলে এই বিদেশী কর্মীর ওপর নিষেধাজ্ঞা জারি হবে না এবং তিনি পরে লেবাননে ফিরে আসতে পারবেন।

বিদেশি কর্মীর সন্তান লেবাননে জন্মগ্রহণ করলে আইন কী

  • যদি বিদেশি কর্মী লেবাননে সন্তান প্রসব করেন এবং শিশুটি পড়াশোনা করে, তবে শিশুটিকে সৌজন্য হিসেবে ৩ বছরের জন্য বিনামূল্যে বসবাসের অনুমতি দেওয়া হবে; ১৮ বছর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকতে পারে।
  • শর্ত হলো লেবাননে শিশুটির বাবার বসবাসের অনুমতি থাকতে হবে এবং নোটারি পাবলিকে এটি স্বাক্ষরিত হতে হবে এবং শিশুটি স্কুলে নিবন্ধিত থাকতে হবে।
54 Views
Jahid Farahan

Jahid Farahan

I prefer to provide most of the information you need through my writing.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments