ইভেন্ট স্কিপ্ট

–যেকোন কেউ শুরু করবেন–

আসসালামু আলাইকুম

সবাইকে স্বাগতম সেডওয়েক্স ট্রিপ আয়োজিত আমাদের ইভেন্টে!! এখন আমরা ইভেন্ট শুরু করবো?

আজকের এই ইভেন্টি সঞ্চালনা করবেন আমাদের ইভেন্ট ম্যানাজার” জাহাঙ্গীর আলম ভাই!!

–ইভেন্ট ম্যানাজারের বক্তব্য–

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আমি জাহাঙ্গীর আলম ইভেন্ট ম্যানাজার সেডওয়েক্স ট্রিপ লেবানন

আজকে আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন সকলেই চাইলে আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন?

বেশি দেরি না করে চলুন আমরা ইভেন্টগুলো শুরু করি!
আজকে আমাদের মোট ইভেন্ট হবে চারটি!

1. প্রথমে, ম্যজিক গিফট বক্স
2. তারপর, ছেলেদের বালিশ পাছ
3. ছেলেদের বল নিক্ষেপ
4. এবং মেয়েদের চেয়ার খেলা

যারা আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে চান দয়া করে তারা সবাই প্রস্তুত থাকুন!

ইভেন্ট চলাকালীন সময়ে আপনাদের পাশে সহযোগিতা করবেন আমাদের অফিসের সকল মেম্বারগন, যেকোন সিচুয়েশনে অফিসিয়াল মেম্বারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে!

সবাই সুন্দরভাবে ইভেন্টি ইনজয় করুন এবং যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য রইলো শুভকামনা

ইভেন্ট চলাকালীন সময়ে কারো সাথে উৎশৃঙ্খল আচরণ করবেন না এ কারণে আপনি ইভেন্ট থেকে বাদ পড়তে পারেন!

ইভেন্ট শুরু করার আগে আমরা আমাদের অফিসিয়াল মেম্বারদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দিব!

আমি” জাহাঙ্গীর আলম (ইভেন্ট ম্যানেজার)

জাহিদ ফারাহান (ফাউন্ডার)
লাভলু মির (ডিরেক্টর)
আহসান হাবিব (একাউন্ট ম্যানেজার)
শরিফ গাজী (জায়গা নির্ধারক)
আসাদুল ইসলাম (মিডিয়া ম্যানেজার)
রুবেল মিয়া (ফুড ম্যানেজার)
জসিম সিকদার (ট্যুর অবজারভার)

ধন্যবাদ সবাইকে!

চলুন ইভেন্ট শুরু করি!

–ম্যজিক গিফট বক্স–

এখন একে একে বাকি ইভেন্ট গুলো শেষ করবেন…..
তারপর

–বিজয়ীদের গিফট–

এখন অনুষ্ঠিত হবে আমাদের গিফট আয়োজন, যারা আজকের ইভেন্টে বিজয়ী হয়েছেন তাদের জন্য থাকবে সেডওয়েক্স ট্রিপ এর তরফ ছোট ছোট কিছু গিফট সমূহ এবং অসংখ্য ভালোবাসা!

“”ম্যাজিক গিফট বক্স”” ইভেন্টে আজকে আমাদের বিজয়ী “”বিজয়ীর নাম”” ওনার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের অফিসিয়াল মেম্বার জনাব “”মেম্বার নাম”” ও “”মেম্বার নাম””

তারপর বাকি গুলো…..

–সর্বশেষ বক্তব্য–

এখানেই আমাদের ইভেন্ট সমাপ্ত হলো! এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ইভেন্টগুলো উপভোগ করেছেন বা ইভেন্টে অংশগ্রহন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ! ভালো থাকবেন সুস্থ থাকবেন সেডওয়েক্স ট্রিপ এর সাথে থাকবেন!

দেখা হবে অন্য কোন ট্যুরে অন্য কোন দিন অন্য কোন সময়ে – আপনার ভ্রমনটি হোক সুন্দর ও নিরাপদ এই কামনায় শেষ করছি

আবারও ধন্যবাদ!…..

237 Views
Jahid Farahan

Jahid Farahan

I prefer to provide most of the information you need through my writing.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments