একসঙ্গে চললে বেড়ালে একসাথে ছবি তুললে একসঙ্গে খেলেই বন্ধু হওয়া যায় না

ইকবাল বাহার জাহিদঃ

একসঙ্গে চললে, এক সঙ্গে বেড়ালে, একসাথে ছবি তুললে, একসঙ্গে খেলেই বন্ধু হওয়া যায় না। বড়জোর পরিচিতের চেয়ে কিছুটা বেশি বলা যেতে পারে।

সম্পর্ক এখন যদিও কারো কারো কাছে শুধুই লেনদেন। লাভ হলে সম্পর্ক, লাভ না থাকলে সম্পর্ক এগোয় না। যতক্ষণ নিজের লাভ দেখবে, ততক্ষন কাছে ভিড়বে…

আমি সম্পর্ককে মূল্য দেই, স্বার্থ খুঁজি না কখনো…

নেগেটিভ ও অতি চালাক মানুষ থেকে সব সময় দূরে থাকা ভালো। তখন দেখবেন আপনার কাজের সময় বেড়ে গেছে। ফুরফুরে লাগছে! আপনার খুশী ও আনন্দে থাকার সময়টা বেড়ে যাবে।

এরা আপনার জীবনে কোন স্মাইল দিতে পারবে না। এরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিষকে পৃথিবী মনে করে অথচ আপনার পৃথিবী সীমাহীন !

একটু পাগল ও একটু বোকারা ভালো বন্ধু হতে পারে, হৃদয়ের কাছাকাছি আসতে পারে – কারণ তারা কথায় কথায় অতোটা বৈষয়িক হয় না, স্বার্থপরতা একটু কম বোঝে, সম্পর্ককে গুরুত্ব দেয়।

বন্ধু মানে বিশ্বাস ও আস্থা। যে আপনার ভুল গুলো ঠিক করে দেয়ার জন্য কানে কানে বলবে, সবার সামনে আপনাকে ছোট করে নয়। যে দুদিন আগে আপনার সাথে দেখা হলেও মনে হয় কত বছর দেখা নাই…

আমার কাছে বন্ধুত্ব মানে যার কাছে গেলে বা যার সাথে সময় কাটাতে, আড্ডা দিতে ভালো লাগে খুশী লাগে এবং

বন্ধুত্ব মানে হল বাড়তি কিছু দায়িত্ব – দুঃসময়ে পাশে থাকা…!

750 Views
Share this Post :
Jahid Farahan
Jahid Farahan

Life style travel filmmaker.

Articles: 332
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments