Bishom Piriti – এযে বিষম পিরিতি লিরিক্স

by Doli Sayontoni

এযে বিষম পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা, চাবি আছে কই?
বিষমও পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা চাবি আছে কই?

চাবি নিয়ে মন, বন্ধুয়া থাকে দূরে
উথাল পাথাল মন, পথ চেয়ে রই ওই।

এযে বিষম পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা, চাবি আছে কই?
বিষমও পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা চাবি আছে কই?

ধিকি ধিকি, নাকা তিনা না তিনা তিনা
ধিকি ধিকি, নাকা তিনা

অন্তর জ্বলে শুধু ধিকি ধিকি
জল দিলে নেভেনা, হলো একি
হ আমি কইতেও পারিনা, সইতেও পারিনা
পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই
শুধু পথপানে চেয়ে রই

চিরদিন রেখো মনে এ পিরিতি
বন্ধু তোমার কাছে এ মিনতি
হা আমি জাত‑কূল বুঝিনা, লোকলাজ মানিনা
শুধু জানি একদিন আসবে গো সই‌
তাইতো পথপানে চেয়ে রই

এযে বিষম পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা, চাবি আছে কই?
বিষমও পিরিতি, পিরিতি পিরিতি সই
বন্ধ মনের তালা চাবি আছে কই?

167 Views
Jahid Farahan

Jahid Farahan

I prefer to provide most of the information you need through my writing.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments