বেষ্ট ফ্রেন্ড

জাহিদুল ইসলাম সেডঃ

বেষ্ট ফ্রেন্ড হল এমন একজন যার সাথে প্রায় অনেক কিছু ভাগ করা যায় !!
সাগর যেমন ঢেউ ছাড়া ভাবা যায়না, তেমনি বেষ্ট ফ্রেন্ড ছাড়া চলা যায় না !!

বেষ্ট ফ্রেন্ড এর মধ্যে কোন র্স্ব্থপরতা নেই, বিপদে বেষ্ট ফ্রেন্ড ই এগিয়ে আসে !!
দুঃখ গুলো থাক না পরে,
সুখ গুলো সব তোমার তরে !!

বন্ধু তুমি থাকলে পাশে,
মনের কথা বলব হেসে !!
বন্ধু তুমি পেলে কষ্ট,
আমার মনেও লাগে কষ্ট

ভুলে যদি যাওগো মোরে
ভুলব তোমায় মরার পরে
বন্ধু শুধু তোমার জন্য
আমার জীবন টা হল ধন্য.

বন্ধুত্ব মানে একটি অন্তর আরেকটি অন্তরে বাসা বাঁধা
বন্ধুত্ব মানে না বলা কথাগুলো বন্ধুকে না বলা পর্যন্ত ঘুমোতে না পারা
বন্ধুত্ব মানে সকল বাঁধা ভেঙ্গে দেওয়া, বন্ধুত্ব মানে তুই তুই করে কথা বলা

বন্ধুত্ব হলো তোর মাঝে আমি আমার মাঝে তুই, বন্ধুত্ব হলো ডাকার আগেই হাজির হওয়া ।
আচ্ছা তুমি কি “BEST FRIEND” এর পুর্ণরূপ জানো?

B = BOND
E = ENCOURAGEMENT
S = SUPPORT
T = TRUST
F = FAMILY
R = RELIABLE
I = INSPIRATION
E = ENJOYMENT
N = NEVER ENDING
D = DEPENDABLE

আসলে কথাগুলো যুক্ত করে দেখবে, মনের মধ্যে বেস্ট ফ্রেন্ড ভেসে উঠেছে । আমি তোকে টেলিপ্যাথির কথা বলেছিলাম ।

বিষয়টা সম্পর্কে গভীর জানাশুনা আমার নাই । তবে সামান্য যেটুকু আছে সেটাতে বুঝি, আমার ক্ষেত্রে টেলিপ্যাথি হয় । “বন্ধু” শব্দটা ছন্নছাড়া মনে হলেও আসলে,এটি খুব সুন্দর একটি শব্দ ।

বন্ধুত্ব একটা সিস্টেম । আর বন্ধু হল আমার আয়না(Mirror)। কীভাবে?হ্যাঁ!! আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে আমার প্রতিবিম্বটাও হাসে, আমি কাঁদলে সেও কাঁদে ।

আমার মন খারাপ থাকলে তারও মন খারাপ হয় । আমার আনন্দ হলে তারও আনন্দ হয় । আসলে REAL FRIEND এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম-ই । এক বন্ধু যা করে অপর বন্ধুও সেটাই করে । তবে এই REAL FRIEND খুঁজে পাওয়াটা খুব কঠিন । আর যদি তাকে পাওয়া যায়,

তাহলে সে সবসময় পাশে থাকে । আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে, দু’টো আত্মার বন্ধনে জন্ম নেয় বন্ধুত্ব । মিল যতই গাঢ় হবে, বন্ধুত্বও তত গাঢ় হবে । এখানে মিল বলতে আমি বোঝাপড়াকে বুঝিয়েছি । একজন আরেক জনকে যত ভালোভাবে বুঝতে পারবে, বন্ধুত্ব ততই গাঢ় হবে ।

বেস্ট ফ্রেন্ডের খুশির চিন্তা এম্নিতেই মনের ভেতর চলে আসবে । তাকে বলতে হবেনা, এটা কর(আমার জন্য), ওটা কর(আমার জন্য)।আসলে প্রকৃত বন্ধু হলে সে এমনিতেই বুঝে নেবে । আর সে সেটা না করে কখনই থাকতে পারবেনা,

তার বন্ধু বলুক কিংবা না বলুক । এটাই হল রিয়্যাল বেস্ট ফ্রেন্ডশিপ । তবে এটাও সত্য যে, সবার ক্ষেত্রে, Emotion  একরকম কাজ করে না । একেক জনের Emotion একেক রকম । সেক্ষেত্রে, Emotion কম হলে যে সে প্রকৃত বন্ধু নয়, এটা ভাবার কারণ নেই । কে কেমন? এই উত্তরটা দিতে পারবে তার সবচেয়ে কাছের মানুষ ।

সেটা বাবা, মা, ভাই, বোন, বন্ধু যে কেউ হতে পারে । এবার ফেরত আসি, বেস্ট ফ্রেন্ড প্রসঙ্গে । বেস্ট ফ্রেন্ড আমি তাকেই বলতে পারবো যাকে আমি আমার সব ব্যাপার শেয়ার করতে পারবো ।

সে আমার আয়না । তার কাছে গোপন রাখার মত কিছুই থাকবেনা । যেন নিজের অর্ধেকটা বাইরে রেখে বাকি অর্ধেকটা আমার ভেতরে আছে । আমি নিশ্চয় আমার দু’টো সত্তাকেই পছন্দ করবো । আমার বেস্ট ফ্রেন্ড হবে এমন যেন, সে আরেকটা আমি ।

13,046 Views
Jahid Farahan

Jahid Farahan

I prefer to provide most of the information you need through my writing.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments