রিয়াদ চৌধুরীঃ
আব্বু কলেজে দিয়ে আসো না
দেশের যে অবস্থা আমার চলতে একা ভয় লাগে,
মেয়ে হয়ে জন্মিয়েছিস বলে এতো ভয় অন্তরে তোর?
তোরে প্রতিদিন দিয়ে নিয়ে আসতে পারমু না
একাই যেতে হবে আসতে হবে
মাত্র ১০মিনিটের পথ যে রে মা ।
আব্বু বিপদ বলে কি আসে?
বিপদ ঘটতে তো এক মিনিট ও লাগে না!!
আমাকে দিয়ে আসতে মাত্র লাগবে দশ মিনিট
দশ মিনিটে তোমার ব্যবসায় হবে আহামরি ক্ষতি?
আমার ইজ্জতে যদি চোখ দেয় দাজাল্লেরা
সেদিন বুঝবে মেয়ের ইজ্জত কত দামি,
আজি বলছো না বুঝে বিরক্ত করবে তোরে কোন ছ্যাড়া
বলেই যাচ্ছো আমাকে অবিরত ত্যাড়া!!
যদি হয়ে যায় সহসা আমার কিছু
ওইদিন থাকবে আমার পিছু,
তোমার কর্মের জন্য সেদিন তুমি নিজেকে বলবে নীচু!!
আব্বু কুকুরের ওপর এখন ভরসা করা যায় কিন্তু মানুষকে না
ধর্ষক এবং দর্শকের কাছে বর্তমানে নারীর দেহটা শুধু লালসার মাংস মাত্র।
রাস্তায় কম বেশি সবাই নারীর দেহের দিকেই তাকায়
এবং জন্ম পিশাচেরা কু নজর পাকায়,
জ্ঞানীরা বলে নারীর মঙ্গল, ঘরে কোনে পড়ে থাকায়!!
জ্ঞানীদের বলি ঘরের ভেতরও ধর্ষণ হচ্ছে মেয়েরা
নিরাপত্তা নাই যে কোথাও, মেয়েরা বাধ্য হয়ে ধরবে ছেলেদের রুপ?
তারপরও যদি যায় বাঁচা!!
ভাবি জ্ঞানীদের কথা হয় কেমনে মিছা?
শালার মুরুব্বিরা, জ্ঞানীরা আসল ভন্ড
চোখ দিয়ে ভালো করে না দেখে কিছু
না বুঝে সৃষ্টি করে সব গন্ডগোল
মানুষ হ আগে যতসব মুর্খের দল।