Genda Phool bengali
-জাহিদুল ইসলাম
যখন চলিস তুই নেচে নেচে
পাগল করিস হেসে হেসে
থাকিস আমার আশে পাশে
এই ছেলে তোকে ভালবাসে
চোখের নিচে কাজল কাজল
শারীর ওই আচল আচল
করে দিচ্ছে পাগল পাগল
প্রেম করেছি আসল আসল
তোর কথার তালে নাচি আমি
তুমিও যে রাজি জানি
তোর প্রেমে ডুবে যাচ্ছি আমি
কি করেছি পাচ্ছি আমি
বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল (2)
শ্যামলা গায়ের রঙ তোর
সাদা রঙের অন্তর
এমন ভাবে দেখিস না আমাকে
কেড়ে নেবো মন তোর
সারা জীবন আমি থাকবো তোর পাশে
রাখবো তোকে সুখে সুখে
সবাই তো চলবে যখন আমরা
সবাই বলবে সেম খুশি খুশি
ঘুমের রাত বাকি বাকি
নাজবো আমারা তাকি তাকি
থাকব আমরা হ্যাপি হ্যাপি
দেবনা তোমাকে ফাঁকি ফাঁকি
হার্ট বিট বেড়ে যায় তুমি যখন পাশে
ঘুরতে যাব তোমায় নিয়ে আমি দেশ-বিদেশে
মনটা আমার কেড়ে নিলে তুমি তো জানোনা
বলছি আমার মনের কথা তুমি তো বোঝনা
বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল
বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল (2)
[su_youtube_advanced url=”https://youtu.be/sWrnUvTSLqU” autohide=”no” rel=”no” theme=”light”]