• কোন ব্যাংকে টাকা থাকে না, ধার কখনো পাওয়া যায় না?
উঃ ব্লাডব্যাংক
• উড়তে পাড়ে পেখম বীর, ময়ূর সে নয়, মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়?
উঃ মশা
• কোন ফলের বীজ নেই?
উঃ নারিকেল
• কোন সে রসিক চাঁন, নাকে বসে ধরে কান?
উঃ চশমা
• তিনটা মেয়ে আইসক্রিম খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, একজন কামড়িয়ে খাচ্ছে, আর একজন চুষে খাচ্ছে । বলতে হবে এদের মধ্যে কে বিবাহিত?
উঃ একজনও না (কারণ তারা মেয়ে মহিলা না)
• কোন জিনিষ এতোই হালকা যে তার নাম নিলেও তা ভেঙ্গে যাবে ?
উঃ কাচা ঘুম
• ডাব না খেলে কী হয়?
উঃ নারিকেল
• কিসের নাম নিলেই হারিয়ে যায়?
উঃ নিরবতা
• কোন প্রশ্নের উত্তরে কখনও “হ্যাঁ” বলা যায় না?
উঃ ঘুম (তুমি কি ঘুমাও)
• একজন ব্যাক্তি চাইলে সারাদিন জিজ্ঞাসা করতে পারে, তবে প্রতিবারই সে ভিন্ন উত্তর পাবে এবং সবগুলো উত্তরই সঠিক হবে ।তাহলে, প্রশ্নটা কি?
উঃ সময়
• করিমের ছেলে রহিমের ছেলের বাবা হলে, রহিম-করিমের কি হয়?
উঃ ছেলে